রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে নতুন বিশ্বরেকর্ড


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫ ১৪:২৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৬:৪১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ক্রিকেটে সুপার ওভারে খেলা হয়ে সাধারণত কোনো ম্যাচের ফল নির্ধারণের জন্য। নির্ধারিত ওভারের খেলা শেষে জয়-পরাজয় নির্ধারণের জন্য এক ওভারের খেলা হয়। ৬ বলে খেলা বলে এই এক ওভারে চার-ছয় মারার তাড়াহুড় থাকে ব্যাটারদের। ফলে অনেক সময় এক ওভারেই অনেক রান ওঠে স্কোরবোর্ডে। তবে এবার যা হয়েছে তা এর আগে কখনো হয়নি।

মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাহরাইন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ ম্যাচে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। ম্যাচটিও হেরে যায় দলটি। আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম।

টি-টোয়েন্টিতে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। গত বছরের জানুয়ারিতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে ১ রান করেছিল আফগানরা।

সুপার ওভারের নিয়মানুযায়ী, কোনো দলের সর্বোচ্চ উইকেট পড়তে পারে দুটি। কাল আগে ব্যাট করতে নেমে বাহরাইন প্রথম বল ডত দেওয়ার পর দুই উইকেট হারায় দলটি। এতেই হয় কোনো রান না করেই অল আউট হওয়ার বিশ্বরেকর্ড।

এদিকে বাহরাইনের এমন রেকর্ডের দিনে সুপার ওভারে মেডেন দেওয়ার কীর্তি গড়েন হংকং পেসার ইহসান খান। এদিকে বাওহ্রাইন সুপার ওভারে কোনো রান না করতে পারার পর এক রানের লক্ষ্যে নেমে ম্যাচটি জিততে হংকংকে খেলতে হয়েছে তিন বল। হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াত তিন নম্বর বলে এক রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top