নিলামে কোটি টাকায় কিনলেও খেলানো হবে না বৈভবকে
প্রকাশিত:
২০ মার্চ ২০২৫ ১১:৪১
আপডেট:
২০ মার্চ ২০২৫ ২১:৫৯

আইপিএলের মেগা নিলামে সব মনোযোগ যেন একাই কেড়ে নিয়েছিলেন। মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতি বনে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। যদিও এখনই তার আইপিএলে খেলা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার ফ্র্যাঞ্চাইজিটির তরফে ইঙ্গিত, বৈভবকে আরও অপেক্ষা করতে হতে পারে।
বয়স মাত্র ১৩ হলেও বৈভবের নামটা ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত। পেশাদার ক্রিকেটে সবচেয়ে কমবয়সের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙ্গেছিলেন বৈভব সূর্যবংশী। ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর। আর বয়সটা যেদিন ১৩ বছর ২৪৩– সেদিন বৈভব নিজের প্রথম আইপিএল দল পেয়েছিলেন।
রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। এরই মধ্যে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। এছাড়া খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে এসেছে ৪০০ রান।
রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতে, বৈভবের যা প্রতিভা তাতে সে দ্রুত উপরে উঠে এসেছে। তবে আইপিএলে অভিষেক হওয়ার আগে তাকে সময় দেওয়া প্রয়োজন। রাঠোরের কথায়, ‘আমি নিশ্চিত নই যে ওকে খেলানো হবে কি না। দলের কৌশল, পিচ এবং বিপক্ষের ওপর সেটা নির্ভর করছে। আমরা ওকে দলে নিয়েছি কারণ ও প্রতিভাবান ক্রিকেটার। ওর অনেক দক্ষতা রয়েছে। তরুণ ক্রিকেটার। এত কম বয়সে এত প্রতিভাবান ক্রিকেটার আগে দেখিনি। আশা করি ভবিষ্যতে বড় ক্রিকেটার হবে।’
সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন রাঠোর। সেই দলে ছিলেন রাহুল দ্রাবিড়ও। দু’জনেই এখন রাজস্থানে যোগ দিয়েছেন। ভারতীয় দল এবং রাজস্থানে কোচিংয়ের পার্থক্য নিয়ে রাঠোর বলেছেন, ‘খুব একটা তফাৎ নেই। আগেও রাহুলের সঙ্গে কাজ করেছি। ও অসাধারণ কোচ। সময়টা খুব ভালো কাটিয়েছি আমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি একসঙ্গে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: