২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে যা করতে হবে আর্জেন্টিনাকে
প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫ ১৫:১৫
আপডেট:
২৫ মার্চ ২০২৫ ২১:৩৯

আগামীবছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ সালের বিশ্বকাপ প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই তোড়জোড় শুরু করেছে আসরের বড় প্রতিদ্বন্দ্বী দেশগুলো। প্রথম দল হিসেবে আগামী বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করার একেবারেই দ্বারপ্রান্তে আছে আর্জেন্টিনা।
আগামী ২৬ মার্চ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর তার আগেই মাঠে গড়াবে উরুগুয়ের সাথে বলিভিয়ার ম্যাচটি। আর এ ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আলবিসেলেস্তাদের ভাগ্য। এ ম্যাচে বলিভিয়া হারলে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে।
তবে যদি এই ম্যাচে বলিভিয়া জিতে অপেক্ষা করতে হবে স্কালোনির দলকে। সে সময় ব্রাজিলের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা ড্র করলেও বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে ফেলবেন। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ রাউন্ডে ২৮ পয়েন্ট তুলে টেবিলে শীর্ষে আছে। বাকি পাঁচ ম্যাচেও যদি তারা হারে সেক্ষেত্রে অষ্টম অবস্থানে থাকা ভেনেজুয়েলা পয়েন্ট ও গোল ব্যবধানে আর্জেন্টিনাকে ছাড়াতে পারবে না।
১৩ পয়েন্ট পাওয়া বলিভিয়া বাকি পাঁচ ম্যাচে জিতলে এবং আর্জেন্টিনা বাকি সব ম্যাচে হারলেও প্লে অফ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করলে তাদের পয়েন্ট হবে ২৯। সেক্ষেত্রে বলিভিয়া হাতে থাকা পাঁচ ম্যাচেও যদি জেতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮।
যে কারণে আর্জেন্টিনা আর এক পয়েন্ট পেলেই তাদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ৬ দল অংশ নেবে। সপ্তম অবস্থানে থাকা দল প্লে অফ খেলার সুযোগ পাবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: