রবিবার, ৩০শে মার্চ ২০২৫, ১৬ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


১০০ কোটি মার্কিন ডলারের পুরস্কার নিয়ে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫ ১২:০৭

আপডেট:
৩০ মার্চ ২০২৫ ১৮:১২

ছবি সংগৃহীত

জুন-জুলাই মাসে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। বর্ধিত সংস্করণের এবারের ক্লাব বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানেই হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর। বলা যেতে পারে, বিশ্বকাপ আয়োজনের মহড়া হতে যাচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ। আর বড় এই ইভেন্টকে সামনে রেখে রীতিমত টাকার ব্যাগ নিয়েই মাঠে নেমেছে ফিফা।

আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। খেলবে ৬ মহাদেশের ৩২টি দল। আর সব দল মিলিয়ে রাখা হয়েছে মোট ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক পুরস্কার। বাংলাদেশের আজকের বাজারদর বিবেচনায় যা ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান।

তবে এই বন্টনের ব্যবস্থায় সব ক্লাবই সমান অর্থ পাবে না। ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে। তবে এর মাঝে সবচেয়ে বেশি পাবে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টে অংশ নিয়ে রিয়াল পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশের বাজারে যার মূল্য ৪৬৪ কোটি ২৮ লাখ টাকা।

সবার কম বরাদ্দ অকল্যান্ড সিটি ফুটবল ক্লাবের। ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি দেশটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার বা ৪৩ কোটি ৫২ লাখ টাকা। ৪৭ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে।

আর চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারও রীতিমত চোখ আকাশে তোলার মতোই। ইউরোপের শীর্ষ কোনো দল চ্যাম্পিয়ন হলে পেতে পারে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার। আজকের বাজারদরে যা ১ হাজার ৫১৯ কোটি ৬৫ লাখ টাকা। অথচ ফিফার মূল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ২০২২ সালে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। যার অর্থ, ইউরোপিয়ান শীর্ষ কোনো ক্লাব চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা দলের চেয়ে ৩ গুণ বেশি টাকা পাচ্ছে।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলের জন্য পুরস্কার আছে ২০ লাখ ডলার বা ২৪ কোটি ৩০ লাখ টাকা)। ম্যাচ ড্র করে দুই দল পাবে ১০ লাখ ডলার। শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি ১৭ লাখ টাকা)। কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা) করে।

সেমিফাইনালে জয়ী দুই ক্লাব ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা) করে পাবে। আর রানার্সআপ দল ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা) এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top