সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ক্রীড়া দিবসের র‍্যালিতে জামাল-শরিফুলরা


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৭:০০

ছবি সংগৃহীত

৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বাংলাদেশও এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে টি শার্ট, ক্যাপ সরবারহ করা হয়। ব্যানারগুলো স্ব স্ব ফেডারেশন করেছে। সকাল নয়টায় রাজধানীর ওসমানী মিলনায়তন থেকে জাতীয় স্টেডিয়ামে র‌্যালী হয়। এই র‍্যালিতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া, ক্রিকেটার জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপাসহ আরো অনেক খেলোয়াড়, সংগঠক উপস্থিত ছিলেন। এই র‌্যালী শেষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া দিবস নিয়ে একটি আলোচনা সভার আয়োজন হয়। সেই সভায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বক্তব্য রাখেন। তিনি ক্রীড়া দিবসে খেলাধূলার স্পিরিটকে ধারণ করে ছড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট সকল ফেডারেশনকে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ক্রীড়া দিবসের গুরুত্ব বর্ণনার পাশাপাশি গাজায় নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। বিওএ মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শেফাউল কবীর (অব), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি ক্রীড়া দিবস নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় দেশের শীর্ষ পর্যায়ের ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা প্রায় সবাই উপস্থিত ছিলেন। বিসিবি সভাপতিসহ আরো চার জন পরিচালক ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে। জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন হয়েও বিসিবি আগে জাতীয় অনেক অনুষ্ঠানেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো না। গত কয়েক বছরের মধ্যে এবারে ক্রীড়া দিবস উদযাপন বেশি রঙিন হয়েছে।

আলোচনা সভা শেষেই আবার ক্রীড়া উপদেষ্টা জাতীয় স্টেডিয়ামে ফিরে আসেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই সময় তার সাথে ছিলেন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি টুর্নামেন্টের পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ঢাকা উত্তর ও দক্ষিণ দুই ভাগে একটি মিনি টুর্নামেন্ট আয়োজিত হয়। এখানেও মেধাবী ফুটবলার থাকলে ফেডারেশনকে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে ‘কমন জেন্ডার’ মুভি প্রদর্শন করে। এটি প্রদর্শনের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদে কর্মরত কর্মচারী-কর্মকর্তাদের কর্মঠজন সম্মাননাও দেয়া হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top