নিউজিল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন গ্যারি স্টিড
প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫ ১৪:২২
আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ০৫:৫৯

নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেট তথা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
দীর্ঘদিন ধরে ব্ল্যাকক্যাপসদের সাথে যুক্ত আছেন স্টিড। তার অধীনে সাফল্যও কম পায়নি কিউইরা। স্টিডের কোচিংয়ে তিন ফরম্যাটের তিন ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। যদিও দলকে শিরোপা জেতাতে পারেননি এই কোচ। কিন্তু লাল-বলে স্টিডের অধীনে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সংস্করণভেদে আলাদা কোচ নিয়োগের পরিকল্পনার মধ্যেই সাদা বলের কোচের পদ ছাড়ার ঘোষণা দিলেন স্টিড। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচের পদ ছাড়া রব ওয়াল্টারের নাম আসছে নিউজিল্যান্ডের পরবর্তী কোচ হিসেবে।
নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে স্টিড বলেছেন, ‘আমি কিছুদিনের জন্য এই জীবনের (কোচিং) বাইরে যেতে চাই এবং আমার ভবিষ্যত সম্পর্কে চিন্তা করতে চাই। আমার মনোযোগ ছিল একটি কম অভিজ্ঞ দলের সঙ্গে মৌসুমটা ভালোভাবে শেষ করার দিকে। গত ছয়-সাত মাস বিশেষভাবে ব্যস্ততায় কেটেছে, সেপ্টেম্বর থেকে প্রায় বিরামহীন ক্রিকেটের কারণে।’
আরও যোগ করেন, ‘এখন আমি আমার বিকল্প ভাবতে চাই। তবে এখনও মনে করি আমার কোচিং করার শক্তি আছে, তবে সব ফরম্যাটের হেড কোচ হিসেবে নয়। পরবর্তী এক মাস আমার স্ত্রী, পরিবার এবং অন্যান্যদের সাথে পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করার সুযোগ পাবো। এই সময়ের পর টেস্ট কোচিং পজিশনের জন্য আবার আবেদন করতে চাই কি না ঠিক করা যাবে।’
২০১৮ সালে মাইক হেসনের জায়গায় নিউজিল্যান্ডের হেড কোচ হন স্টিড। তার অধীনে সর্বশেষ কম অভিজ্ঞ দল নিয়েও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জিতেছে কিউইরা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: