রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


মার্তিনেজকে সামনে পেয়ে বিশ্বকাপের প্রতিশোধ চান ফরাসি তারকা


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৪

আপডেট:
১৩ এপ্রিল ২০২৫ ০২:২৫

ছবি সংগৃহীত

প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ ফেলতে ভালোবাসেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এই গল্পটা অনেকটা পুরাতন। কখনো নিজের কথায়, কখনো বিচিত্র অঙ্গভঙ্গিতে, আবার কখনো নিজের চলাফেরায় প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলেন এই ক্ষ্যাপাটে গোলরক্ষক। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপটা এনে দিয়েছিলেন নিজের সেই স্নায়ুচাপের কঠিন পরীক্ষা দিয়ে।

বিশ্বকাপের ফাইনালের পেনাল্টি শ্যুটআউটে অরেলিন চুয়ামেনিকেও বাগে এনেছিলেন সেই মনস্তাত্ত্বিক খেলায়। প্রায় আড়াই বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ফ্রান্সে গিয়েছেন এমি মার্তিনেজ। এবারেও শুরু করেছেন নিজের সেই পুরাতন খেলা।

অ্যাস্টন ভিলার হয়ে পিএসজির বিপক্ষে খেলতে যাওয়ার পথে বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ছবি খচিত ক্যাপ পরে ফ্রান্সে হাজির হয়েছেন এমি মার্তিনেজ। ফুটবল বিশ্বে গুঞ্জন পিএসজিতে থাকা ফরাসি খেলোয়াড়দের ওপর মানসিক চাপ বাড়াতেই এমন কাণ্ড আর্জেন্টাইন গোলরক্ষকের। আর ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের এমন কাজে সাড়াও মিলেছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিএসজির ফ্রেঞ্চ তারকা দিজিরে দুয়ে সরাসরিই বলেছেন এই ম্যাচে প্রতিশোধ নিতে চান তিনি। এমি মার্তিনেজকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এমি অন্য যে কারোর মতো একজন গোলরক্ষক হলেও সে আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক। তাই আমাদের ফরাসি খেলোয়াড়দের মাঝে প্রতিশোধ মনোভাব জাগতেই পারে।’

এমি মার্তিনেজের বিপক্ষে যত বেশি সম্ভব গোল করতে চান বলেও জানালেন দুয়ে, ‘তার বিপক্ষে আমি এখনও খেলিনি। তবে অবশ্যই লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব গোল আদায় করে নেয়া।’

স্নায়ুচাপের লড়াইয়ে বরাবরই এগিয়ে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। অবশ্য ম্যাচটা যখন পিএসজির বিপক্ষে, তখন শক্তিমত্তার বিচারে কিছুটা পিছিয়েই থাকছে মার্তিনেজের দল অ্যাস্টন ভিলা। বর্তমানে নিজেদের সেরা ছন্দে আছে পিএসজি। আর চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ রাউন্ডে তারা জয় পেয়েছে লিভারপুলের বিপক্ষে।

বাংলাদেশ সময় বুধবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে স্বাভাবিকভাবেই কিছুটা এগিয়ে থাকছে দিজিরে দুয়ের পিএসজি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top