শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


পর্যাপ্ত শিক্ষা পাইনি, তাই ইংরেজি বলতে পারি না: রিজওয়ান


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫ ১৭:৪২

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪১

ছবি সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটাররা তাদের ইংরেজির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ব্যঙ্গ উপহাস হয়ে থাকেন। পিএসলের মধ্যে সেই ইস্যুতেই মুলতান সুলতানের প্রথম ম্যাচের আগে সাংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন রিজওয়ান।

ক্ষোভ প্রকাশ করে রিজওয়ান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী বলল তাতে তার কিছু যায় আসে না। ভালো ক্রিকেট খেলেন তাই দলে রয়েছেন, ইংরিজি বলার জন্য নয়। ইংরিজি জানেন না, তবে যা বলেন মন থেকেই বলেন। এবং তার জন্য তিনি গর্বিত। এ কথা বলার পাশাপাশি রিজওয়ান জানিয়েছেন যে, ইংরেজি শিখতে না পারার জন্য তিনি খুবই লজ্জিত।

পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান বলেছেন, ‘আমি যে ইংরেজি বলতে পারি না, তাতে আমার কিছু যায় আসে না। আমি যা বলি মন থেকে বলি, এবং তার জন্য আমি গর্বিত। তবে হ্যাঁ আমার ইংরেজির প্রথাগত কোনও শিক্ষা নেই। সেই জন্য আমি খুবই লজ্জিত। তবে পাকিস্তানের অধিনায়ক হিসেবে, ইংরেজি না জানার জন্য আমার এক শতাংশও লজ্জা নেই।’

‘জুনিয়রদের বারবার আমি তাই বলি যে পড়াশুনা ঠিকমতো কমপ্লিট করবে। যাতে তারা ভালো ইংরেজি বলতে পারে। পাকিস্তান আমার থেকে ক্রিকেট চায়, ইংরেজি নয়। আমার থেকে যদি পাকিস্তান ইংরেজি চায়, তা হলে আমি ক্রিকেট ছেড়ে দেব। প্রফেসর হয়ে যাব। তবে আমার কাছে অত সময় নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি; পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অসহায় আত্মসমর্পণ করে। এর মাঝে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতে এলেও ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে ও নিউজিল্যান্ড সফরে গিয়ে হেরেছে বাজেভাবে। দলের এমন সময়ে সবার কাছে সাহায্য চাইলেন রিজওয়ান।

পাকিস্তান অধিনায়কের ভাষ্য, ‘দলের সমালোচনা করা ঠিক আছে, কিন্তু আমাদের উন্নতির জন্য পরামর্শও দিন। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির সময় ওয়াসিম আকরাম আমাদের পরামর্শ দিয়েছেন। আমি তার সঙ্গে আরও কথা বলছে চেয়েছি, কিন্তু সময় খুব বেশি ছিল না।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top