মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ২রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৪ হাজার ৩৯৩ দিন পর প্রতিশোধ নিলেন করুন নায়ার


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫ ১২:১৬

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ২১:৩২

ছবি সংগৃহীত

অভিষেক দুজনের হয়েছিল একই ম্যাচে। ৪ই এপ্রিল, ২০১৩ সাল। জাসপ্রিত বুমরাহ নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাঠে নেমেছিলেন করুণ নায়ার। বুমরাহ সেদিনই নিজের জাত চিনিয়েছিলে। এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির উইকেট পেয়েছিলেন। সঙ্গে আরও একজন ছিল।

তিনি করুন নায়ার। ৩ বলে শুন্য রান করে ফিরেছিলেন মিডল অর্ডারের এই ব্যাটার। এরপর দুজনের পথ গিয়েছে দুদিকে। টেস্ট অভিষেকে ৩০৩ রানের ইনিংস খেলেও করুন নায়ার একেবারেই ছিটকে গিয়েছিলেন ক্রিকেটের বড় মঞ্চ থেকে। আর জাসপ্রিত বুমরাহ তো নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রজন্মের সেরা পেসার হিসেবে।

১২ বছর ১০ দিন পর গতকাল ফের দেখা হলো দুজনের। ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত সময় কাটানোর সুবাদেই দুই আসর পর আইপিএলে দল পেয়েছিলেন করুন নায়ার। দিল্লির হয়ে গতকালই নেমেছেন। খেলেছেন ৪০ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে এই ইনিংসের পাশাপাশি আলো কেড়েছেন বুমরাহর ওপর চড়াও হয়ে। ১২ বছর পর নিয়েছেন মধুর প্রতিশোধ।

জাসপ্রিত বুমরাহর বিপক্ষে ৯ বল থেকে ২৬ রান নিয়েছেন করুন নায়ার। বুমরাহ আইপিএলে এক ইনিংসে আর কোনো ব্যাটারের কাছে এরচে বেশি রান হজম করেছিলেন কেবল একবারই। সেটা ছিল শিখর ধাওয়ানের বিপক্ষে। এছাড়া আর কোনো ব্যাটারই পরীক্ষায় ফেলতে পারেননি ভারতীয় এই পেসারকে। ধারাভাষ্যকক্ষ থেকে হার্শা ভোগলে যেমন বলছিলেন, খোলা বইয়ের মতো করেই বুমরাহকে পড়তে পারছেন করুন নায়ার।

আর এমন প্রত্যাবর্তনের দিনে ফিফটির সুবাদে গড়লেন করুন নায়ার গড়লেন নতুন রেকর্ড। আইপিএলে সবচেয়ে বেশি দিনের ব্যবধানে ফিফটি করার কীর্তি এখন তার। গতকাল আইপিএলে ফিফটি পেয়েছেন ২ হাজার ৫২০ দিন পর। আইপিএলে করুণ নায়ার সবশেষ ফিফটি পেয়েছেন ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৬ বলে ৫৪ রান করেছিলেন সেদিন।

আইপিএলে দুই ফিফটির ব্যবধানে সবচেয়ে বেশি দিন ছিল ট্রাভিস হেডের। ২ হাজার ৫১৬ দিন পর ফিফটি পেয়েছিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। ২০১৭ সালের মে মাসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিফটির পর প্রায় ৭ বছরের বিরতি ছিল হেডের জন্য। এরপর ২০২৪ সালে এসে মুম্বাইয়ের বিপক্ষেই পেয়েছেন ফিফটি।

তবে হেড এর মাঝে আইপিএল খেলেননি কোনো আসরেই। সেদিক থেকে করুণ নায়ারের ফিফটিটা আলাদা করেই উল্লেখ করার মতো। করুণ নায়ার অবশ্য এরমাঝে খেলেছেন। তবে কোনোবারেই নিয়মিত হতে পারেননি। ২০২২ সালের পর তো দলই পাননি আইপিএলে।

তবে দুর্দান্ত ইনিংস খেলেও আইপিএলের এই ম্যাচে দলকে জেতাতে পারেননি নায়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের ২০৫ রানের বিপরীতে দিল্লি থেমেছে ১৯৩ রানে। ১২ রানের এই পরাজয় আসরে দিল্লির প্রথম হার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top