নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫ ১৪:৫৩
আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ২২:৪০

পহেলা বৈশাখ বাংলাদেশের সর্বজনীন উৎসব। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শামিল হয়েছিলেন জাতীয় নারী ফুটবলাররা। সকালে তারা র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সকলের সঙ্গে উৎসব উদযাপন করেছেন।
সংষ্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবার আনন্দ শোভাযাত্রা হয়েছে। সমাজের নানা পেশা, বর্ণের মানুষের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলও আমন্ত্রিত ছিল।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলাররা প্রায় সবাই এই র্যালিতে ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করেন।
টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংস্কৃতি মন্ত্রণালয় একুশে পদক প্রদান করেছে। একুশে পদক পাওয়া সাফ চ্যাম্পিয়ন দলের নয় ফুটবলার ভুটানে রয়েছেন।
তারা ছাড়া জাতীয় দলের ক্যাম্প থাকা ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন র্যালিতে। বর্ষবরণ র্যালিতে ফুটবল দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ ও সরকারের আমন্ত্রণ সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই প্রথম।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: