শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


রিয়াল কিংবা ব্রাজিলের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন ক্লপের এজেন্ট


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৫৩

ছবি সংগৃহীত

অনেকটা আচমকা খবর আসে আবারও ফুটবল দলের কোচ হিসেবে ফিরছেন লিভারপুলের কিংবদন্তি টেকটিশিয়ান ইয়ুর্গেন ক্লপ। সেই খবরে কিছুটা নড়েচড়ে বসে ফুটবল সংশ্লিষ্টরা। প্রথম কারণ ক্লপ নিজেই সহসা কোচিংয়ে ফিরবেন না বলে এক বছর আগে জানিয়েছিলেন। এ ছাড়া প্রকাশিত খবর অনুযায়ী– এই জার্মান মাস্টারমাইন্ড নাকি রেড বুলসের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে খুশি নন। সে কারণে তিনি রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিলের কোচ হলে বর্তমান দায়িত্ব ছাড়বেন বলে গুঞ্জন ওঠে।

এমন খবর দিয়েছিল ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’। ক্লপের কাছের এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘যখন সিবিএফ (কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল) জাতীয় দলের নতুন কোচের জন্য কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুসের মতো বড় নামের পেছনে ছুটছে, একই মুহূর্তে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর পদ ছাড়ার বিষয়ে ক্লপের আগ্রহ বাড়ছে। এখন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ দরিভাল জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে কী ভাবছে? যেখানে ক্লপের কাছের মানুষরা সম্প্রতি জানিয়েছে– তিনি রেড বুল ছাড়তে পারেন, যদি তার যেকোনো একটি গন্তব্য মেলে : ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ!’

তবে সেই খবর উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট মার্ক কোসিক। তার মতে– খুব শিগগিরই কোচিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই এই জার্মান কোচের। সংবাদমাধ্যম স্কাই জার্মানিকে দেওয়া মন্তব্যে কোসিক জানান, ‘আমি বুঝতে পারছি ইউরোপের সেরা কিছু ক্লাব কিংবা ফেডারেশন ক্লপকে পাওয়ার পরামর্শ করছে। কিন্তু আগামী মৌসুমে তার কোনো দলেরই প্রধান কোচ হওয়ার মতো ইচ্ছা কিংবা মানসিকতা নেই। সেটি মাদ্রিদ কিংবা ব্রাজিল, যে দলই হোক না কেন!’

এই মুহূর্তে ক্লপ বর্তমান দায়িত্বে খুশি আছেন উল্লেখ করে নিজের মতামতের ওপর আরও জোর দেন কোচের এজেন্ট কোসিক, ‘ইয়ুর্গেন রেড বুলের গ্লোবাল ডিরেক্টর পদে সন্তুষ্ট এবং এখনও তাদের সঙ্গে চুক্তি রয়েছে। এ নিয়ে আর কিছু বলার নেই।’ এই মন্তব্য দিয়ে মূলত সাবেক লিভারপুল কোচের বর্তমান দায়িত্ব ছাড়তে চাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দেওয়া হয়েছে।

ক্লপ লিভারপুলের দায়িত্ব ছাড়েন গত মৌসুম শেষে। তখনই তিনি সহসা আর কোনো দলের কোচিং করাবেন না বলেও ঘোষণা দেন। এরপর গত বছরের জানুয়ারিতে রেড বুলের নতুন দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, গত মাসে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির ওপর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) অনেক আগে থেকে তীক্ষ্ণ নজর রেখেছে। আর্সেনালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে, আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে লাতিন আমেরিকার দেশগুলোর। তার বেশ কিছুদিন আগেই ফিফার কাছে নিজেদের প্রাক-স্কোয়াড জমা দিতে হয়। সে হিসেবে ব্রাজিলের সামনে আর এক মাসের মতো সময় বাকি। এই সময়ের মধ্যে কোচ নিয়োগ থেকে শুরু করে আনুষ্ঠানিকভাবে পুরো দায়িত্ব বুঝে নেওয়ার কিছু ব্যাপার থাকে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্যমতে, সবমিলিয়ে ১৮ মে’র মধ্যে ফিফাকে (আসন্ন ম্যাচের জন্য) অন্তবর্তীকালীন দলের তালিকা পাঠাতে হবে। যদিও সেই দলের অনুমোদন কোচ দিয়েছেন এমন নিশ্চয়তার প্রয়োজন নেই। সে হিসেবে ২ জুনের আগপর্যন্ত ব্রাজিলকে চূড়ান্ত মতামত জানানোর সময় পাচ্ছেন আনচেলত্তি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top