সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিকে’র দাবি
আনচেলত্তিকে তাহলে পেয়েই যাচ্ছে ব্রাজিল!
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫ ১৩:০১
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৯:৪৫

কার্লো আনচেলত্তিকে পাওয়ার প্রত্যাশায় আগেও একবার আটঘাট বেঁধে নেমেছিলেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ। সেই দফায় সফল হননি। ব্রাজিল কোচের পদ থেকে দরিভাল জুনিয়রকে ছাটাইয়ের পর এবারও আনচেলত্তিকে বলা হচ্ছে ‘দ্য প্রেসিডেন্টস ড্রিম’ হিসেবে। তবে তাতে রয়েছে ‘যদি-কিন্তু’র হিসাব। যদিও ব্রাজিল ভক্তদের খুশি করা এক খবর দিলো সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’।
তাদের দাবি– ধারণা করা হচ্ছে খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের প্রধান কোচের পদ ছাড়তে যাচ্ছেন আনচেলত্তি। আর তার পরবর্তী গন্তব্য হতে চলেছে ব্রাজিল। ইতালিয়ান এই কোচের সামনে কিছু অপশন আছে– যার একটি হচ্ছে, মাদ্রিদে নন-কোচিং দায়িত্বে থেকে যাওয়া, কিন্তু তিনি ব্রাজিলে (কোচ হিসেবে) যোগদানকেই বেছে নেবেন। গত মার্চ থেকে তারা বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রের জায়গায় কাউকে স্থলাভিষিক্ত করতে চাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়সী এই কোচের সঙ্গে যদিও ব্রাজিল তাদের উচ্চতর যোগাযোগ চালিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আনচেলত্তি প্রকাশ্যে মন্তব্য করেছেন– ‘তিনি কেবল তখনই মাদ্রিদ ছেড়ে যাবেন, যখন ক্লাবের বোর্ড তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেবে’। রিয়াল কোচের সঙ্গে মাদ্রিদের চলমান সম্পর্কে ইতি ঘটার আরেকটি ইঙ্গিত চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে তাদের হারের রাতে সিবিএফ প্রতিনিধিদের মাদ্রিদ সফর। চলতি সপ্তাহে উভয়পক্ষের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
যদিও এ নিয়ে সংবাদমাধ্যমটি সিবিএফের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি তা অস্বীকার করেছিলেন। তার ভাষ্য, ‘পরবর্তী কোচ করার বিষয়টি ব্রাজিল জাতীয় দলের এক্সিকিউটিভ জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো এবং সিবিএফ সভাপতি রদ্রিগেজ দেখছেন। এই মুহূর্তে তারা দুজনই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থান করছেন।’
সিবিএফের এমন অস্বীকৃতি স্বত্ত্বেও একটি ভিত্তি ধরেই নিজেদের মতামত সত্যিতে রূপ দেওয়ার চেষ্টা করছে ‘দ্য অ্যাথলেটিক’। তাদের যুক্তিতে রয়েছে সেই গুঞ্জন, যেখানে বলা হচ্ছে– ২৬ এপ্রিল স্প্যানিশ কোপা দেল রের ফাইনালের পরই আনচেলত্তি তার ভবিষ্যৎ নিয়ে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ এপ্রিল দিবাগত রাত ২টায় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ম্যাচের ফলাফলের ওপর রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ–ও নির্ভর করছে!
এদিকে, চলতি মৌসুমে একাধিকবারই আনচেলত্তির সঙ্গে মাদ্রিদের ক্লাবটি বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছে বলে আলোচনা উঠেছিল। সেই সময় ক্লাবটির কিংবদন্তি মিডফিল্ডার ও বর্তমানে বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসোকেই বলা হচ্ছিল পরবর্তী কোচ হিসেবে। আগেপরে সাবেক এই স্প্যানিশ তারকারই লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেওয়ার জোর সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। আনচেলত্তির বিদায়ের আরও কিছু সম্ভাব্য কারণ রয়েছে। গত মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি এবার ইতোমধ্যে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারিয়েছে, ইউসিএলে বিদায় নিয়েছে কোয়ার্টার থেকে, লা লিগায়ও তাদের চেয়ে এগিয়ে বার্সেলোনা। সবমিলিয়ে শেষ পর্যন্ত এসব জল্পনা কতটা বাস্তবে রূপ নেয় সেটাই দেখার বিষয়!
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: