বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র ১৪৩১


যে যুক্তিতে পাকিস্তান দলে শোয়েব মালিককে চান আফ্রিদি


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২১ ১৭:৪৩

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ০২:৩৬

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঝড় তুলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। জিতে নিয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। রেকর্ড গড়েছেন অধিনায়ক বাবর আজম। ব্যাট হেসেছে টপঅর্ডারদের।

এমন দুর্দান্ত সফরের পরও পাকিস্তান দলে অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে চান দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আফ্রিদির এমন চাওয়া অবশ্য মোটেই অন্যায্য নয়। এর পেছনে অবশ্য একটি অকাট্য যুক্তি রয়েছে।

সেটি হচ্ছে— পাকিস্তানের এমন সাফল্যের সিরিজেও একটি দুর্বলতা প্রকাশ পেয়েছে। তা হলো মিডলঅর্ডারের দুর্বলতা।

পুরো সিরিজজুড়েই মিডলঅর্ডারে দলের হাল ধরার মতো কোনো ব্যাটসম্যানকে খুঁজে পাওয়া যায়নি। গোটা সিরিজে পাকিস্তানের ব্যাটিং টেনে নিয়েছে দলের টপঅর্ডার। তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি মিলে সাত ম্যাচে ব্যাটিং অর্ডারের তিন নম্বরের পর নামা কোনো ব্যাটসম্যান ৪০ রানের বেশি করতে পারেনি।

যা করেছেন টপঅর্ডারের বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল হক। মিডলঅর্ডারে আসিফ আলী, হায়দার আলীদের থেকে উল্লেখযোগ্য ইনিংস আশা করা যায়নি।

বিষয়টি চোখে পড়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের।

ভারতের মাটিতে অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই ঘাটতি পূরণ চান আফ্রিদি। আর বুমবুমের মতে, অভিজ্ঞ শোয়েব মালিক-ই পারবেন এই ঘাটতি পূরণ করতে।

এক টুইটবার্তায় আফ্রিদি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতায় পাকিস্তানকে অভিবাদন। সিরিজ জয় সত্ত্বেও আমাদের ভাবতে হবে মিডলঅর্ডারের পারফরম্যান্স নিয়ে। ওই জায়গাটায় আমরা অনেক দিন ধরে ধুঁকছি। আমার মনে হয়, শোয়েব মালিককে আবারও বিবেচনা করা উচিত। বিশেষ করে যখন এ বছরই একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে।’


সম্পর্কিত বিষয়:

টি-টোয়েন্টি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top