এবার আইপিএল ছাড়লেন কোহলির দলের ২ অস্ট্রেলীয় ক্রিকেটার
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২২:২২
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ০৫:৫৩

ভারতে করোনার ভয়াবহ বিস্ফোরণের মাঝে আইপিএলের জাঁকজমকতা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের।
মানবিকতার দৃষ্টিকোণ থেকেও বিষয়টি দেখতে বলেছেন কেউ কেউ। জীবনের চাইতে কি ক্রিকেটের মূল্য বেশি সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
দেশটির সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। বিষয়টি চোখ এড়ায়নি আইপিএলে অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়দেরও। তাদের মাঝে করোনাভীতি বিরাজ করছে।
এমন পরিস্থিতিতে আইপিএল ছাড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়। তারা হলেন— পেসার কেন রিচার্ডসন ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
আইপিএলের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জাম্পা ও রিচার্ডসন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে এ দুই খেলোয়াড় আইপিএলের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরছেন বলে জানিয়েছে আরসিবি কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা লিখেছে— অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরছেন এবং আইপিএল ২০২১-এর বাকি অংশে তারা খেলবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট তাদের সিদ্ধান্তকে সম্মান করে এবং তাদের সম্পূর্ণ সমর্থন করে।
সম্পর্কিত বিষয়:
আইপিএল
আপনার মূল্যবান মতামত দিন: