পিএসএলে মাহমুদউল্লাহ-সাকিবের সঙ্গে লিটন
প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২১ ১৯:৪৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:০৫

এবারের পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পেয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানের এই টুর্নামেন্টে দল পেয়েছেন আরেক বাংলাদেশি তারকা লিটন দাস। তিনটি ভিন্ন দলে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
করোনার প্রকোপে ১৪ ম্যাচ হয়েই বন্ধ হয়ে যায় চলতি বছরের পিএসএল। আগামী ২ জুন থেকে পুনরায় মাঠে গড়াবে টুর্নামেন্টটি। দীর্ঘ বিরতির কারণে কিছু খেলোয়াড় ছিটকে যাওয়ায় পুনরায় দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এর মধ্যে সাকিবকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। আগের আসরগুলোতে করাচি কিংস ও পেশাওয়ার জালমির হয়ে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। একই দলে সুযোগ পেয়েছেন জেমস ফকনার, জো বার্নসের মতো তারকারা।
মাহমুদউল্লাহকে দলে নিয়েছে মুলতান সুলতানস। তিনি আগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছিলেন। আর প্রথমবার খেলতে যাওয়ার লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। দেশের বাইরে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে ডাক পেলেন ডানহাতি ওপেনার। এর আগে ২০১৯ সালে জ্যামাইকা তালাহওয়াহসের হয়ে শুধু সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে লিটনের। তাঁর দলে আছেন মার্টিন গাপটিল, নাজিবউল্লাহ জাদরান ও থিসারা পেরেরার মতো তারকারা। ড্রাফটে থাকলেও দল পাননি তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা।
এবারের পিএসএলের দ্বিতীয় পর্বে যেসব খেলোয়াড়রা অংশ নেবেন, তাঁদের সবাইকে করাচিতে একটি হোটেলের আলাদা আলাদা কক্ষে সাতদিনের কঠোর কোয়ারেন্টিন করতে হবে। যা শুরু হবে ২২ মে থেকে। পরে তিনদিনের অনুশীলন করে মাঠে নামবেন সবাই।
সম্পর্কিত বিষয়:
পিএসএল
আপনার মূল্যবান মতামত দিন: