৪৯৩ রানে ইনিংস ঘোষণা শ্রীলংকার
প্রকাশিত:
১ মে ২০২১ ১৭:৪১
আপডেট:
২০ মার্চ ২০২৫ ১৩:২০

ছবি: সংগৃহীত
ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ। প্রথম দুই সেশনে স্বাগতিকদের তিন ব্যাটসম্যানকে একাই ফিরিয়ে দিয়েছেন তিনি। আরও উইকেট পেতে পারতেন এই পেসার। যদি না তার বলে তোলা ক্যাচগুলো হাত ফসকে না যেত। আলোক স্বল্পতায় দিনের শেষ সেশন খেলা হয়নি। ফলে তৃতীয় দিনেও ব্যাট করতে আসে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই লঙ্কানদের উইকেটে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপরই ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।
শনিবার (০১ মে) পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসের ব্যাট করতে আসে দুই অপরাজিত ব্যাটসম্যান রমেশ মেন্ডিস ও নিরোশান ডিকবেলার। তবে দিনের শুরুতেই তাসকিনের শিকার হন রমেড মেন্ডিস। এরপরই ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ১৫৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রান তোলে তারা।
এর আগে, প্রথম দিনে লঙ্কান অধিনায়ক করুণারত্নে ও লাহিরু থিরিমান্নের ব্যাটে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। পুরোদিনে বাংলাদেশের প্রাপ্তির খাতায় ছিল মাত্র এক উইকেট। তবে দ্বিতীয় দিন উইকেটের চিত্র বদলে যায়। প্রথম সেশন দারুণভাবে জিতে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে স্বাগতিকদের প্রতিরোধী জুটি গড়লেও সেটা থামিয়ে দেন তাসকিন ও মেহেদি হাসান মিরাজরা।
সম্পর্কিত বিষয়:
ক্রিকেট
আপনার মূল্যবান মতামত দিন: