শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


যেখানে তামিমের চেয়ে পিছিয়ে বাবর


প্রকাশিত:
১২ মে ২০২১ ২১:৩৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১১

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও বাংলাদেশি তারকা তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গত এপ্রিলের মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পান তিনি। কিন্তু টেস্ট ক্রিকেটে পাকিস্তান অধিনায়কের পারফরম্যান্স আহামরি কিছু নয়। অধিনায়ক হিসেবে যে চারটি টেস্ট খেলেছেন তিনি, তাতে খুব একটা সাফল্য পাননি।

শেষ চার টেস্টে বাবর ব্যাট হাতে একটি হাফসেঞ্চুরি করেছেন। দল ভালো খেলায় খুব একটা চোখে পেড়েনি তা।

অথচ বাংলাদেশ দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল টেস্টে অনেক ধারাবাহিক। সাম্প্রতিক পারফম্যান্সের বিচারে বাবর আজমের চেয়ে অনেকটাই এগিয়ে তিনি। বাংলাদেশ দলের পারফরম্যান্স চমকপ্রদ না হওয়ায় খুব একটা চোখে পড়েনি তামিমের কৃতিত্ব।

এক নজরে দেখে নেওয়া যাক দুজনের টেস্ট পারফরম্যান্সের চিত্র :

বাবরের শেষ ১০টি টেস্ট ইনিংস: ৫, ৪৭, ১১, অপরাজিত ৬৩, ৭, ৩০, ৭৭, ৮, ০, ২। মোট-২৫০, হাফসেঞ্চুরি ২টি।

তামিমের শেষ ১০টি টেস্ট ইনিংস: ৩৪, ৪১, ৯, ০, ৪৪, ৫০, ৯০, অপরাজিত ৭৪, ৯২, ২৪। মোট- ৪৫৮। হাফসেঞ্চুরি ৪টি।

এদিকে পাকিস্তানি তারকা শেষ ১০টি ওয়ানডেতে নিয়েছেন ৭৩৬ রান। তামিমের সংগ্রহ সেখানে ৫৬২। টি-টোয়েন্টির শেষ ১০টি ইনিংসে বাবরের সংগ্রহ ৩৫৪ রান। তামিম সংগ্রহ করেন ২৭৩।


সম্পর্কিত বিষয়:

ক্রিকেটা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top