জেমি ডের অধীনে অনুশীলনে ফুটবলাররা
প্রকাশিত:
১৭ মে ২০২১ ১৯:২২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:৫৮

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোয়ারেন্টাইন শেষে ক্যাম্পে যোগ দিয়েছেন প্রধান জেমি ডে।
মাঝে ঈদের ছুটি থাকায় প্রথম দিনের শুরুটা হয়েছে রানিং আর স্ট্রেচিং দিয়ে। ফুটবলারদের ফিটনেস ঝালিয়ে নেয়ার কাজটা করেছেন ফিটনেস কোচ ইভান রাজলক। এরপর ফুটবলারদের নিয়ে মূল অনুশীলনে নামেন কোচ জেমি ডে। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের দুই ভাগে ভাগ করে ম্যাচের আদলে অনুশীলন করেছেন। বেশি গুরুত্ব দিয়েছেন ফরোয়ার্ডদের নিয়ে। প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৩ ফুটবলারের ৩২ জন যোগ দিয়েছেন অনুশীলনে। ইনজুরির কারণে বিশ্বনাথ ঘোষ ছিটকে গেছেন দল থেকে।
এর আগে ১০ মে থেকে ক্যাম্প শুরু করেও হঠাৎ করে ইদের ছুটি দিয়ে ক্যাম্প বন্ধ করে বাফুফে। রোববার (১৬ মে) ক্যাম্পে রিপোর্ট করেন ফুটবলাররা।
কোভিড রিপোর্ট পাওয়ার পর অনুশীলনে নামার কথা থাকলেও এদিন রিপোর্ট হাতে পাওয়ার আগেই গোটা দল নিয়ে অনুশীলনে নেমেছেন কোচ। তাছাড়া বায়োবাবল অনুসরণ করার কথা থাকলেও মাঠে তা দেখা যায়নি।
সম্পর্কিত বিষয়:
ফুটবল
আপনার মূল্যবান মতামত দিন: