দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন সাকিব-মুস্তাফিজ
প্রকাশিত:
১৮ মে ২০২১ ২০:০৫
আপডেট:
১৮ মে ২০২১ ২০:০৫

অবশেষে ভারত ফেরত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টিন সময়সীমা কিছুটা শিথিল করেছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বদলে ১২ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে আজ থেকে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তারা। এই মর্মে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৮ মে) বিসিবি’র চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাকিব-মুস্তাফিজের মাঠে ফেরার বিষয়ে লিখিত চিঠি পেয়েছে ক্রিকেট বোর্ড। যার কারণে আজ থেকে দলের সঙ্গে যোগ দিবেন তারা।
মাঝ পথে এসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ায় গত ৬ মে দেশে ফেরেন সাকিব-মুস্তাফিজ। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য হোটেলে ওঠেন তারা। এর মাঝে দু’বার কোভিড পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভও আসে। কয়দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। যার কারণে তাদের দ্রুত মাঠে ফেরাতে বেশ কয়েকবার সরকারের কাছে তদবির চালায় বোর্ড। তবে সরকারের অনুমতি মিলতে সময় লেগেছে বেশ।
সম্পর্কিত বিষয়:
ক্রিকেট
আপনার মূল্যবান মতামত দিন: