অ্যাশেজের সময়সূচি চূড়ান্ত
প্রকাশিত:
১৯ মে ২০২১ ১৭:৪৭
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১০:৪৭

চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে অ্যাশেজ সিরিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে এবারের অ্যাশেজ গড়াবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোয়ারেন্টাইন শেষ করে কিছুটা দেরিতেই শুরু হবে এবারের অ্যাশেজ।
৮ ডিসেম্বর শুরু হবে দুই দলের এই সিরিজ। শেষ হবে আগামী বছরের ১৮ জানুয়ারি। তবে অ্যাশেজ শুরুর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর মাঠে গড়াবে একমাত্র টেস্টটি।
অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে গ্যাবায়। এরপর দিবারাত্রির টেস্টটি হবে অ্যাডিলেড ওভালে। শেষ তিন ম্যাচ হবে মেলবোর্ন, সিডনি ও পার্থে।
অ্যাশেজ শেষে আগামী ফেব্রুয়ারিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
অ্যাশেজের চূড়ান্ত সময়সূচি:
প্রথম টেস্ট : ডিসেম্বর ৮-১২, গ্যাবা
দ্বিতীয় টেস্ট : ডিসেম্বর ১৬-২০, অ্যাডিলেড (দিবারাত্রি)
তৃতীয় টেস্ট : ডিসেম্বর ২৬-৩০, মেলবোর্ন
চতুর্থ টেস্ট : জানুয়ারি ৫-৯, সিডনি
পঞ্চম টেস্ট : জানুয়ারি ১৪-১৮, পার্থ
সম্পর্কিত বিষয়:
টি-টোয়েন্টি
আপনার মূল্যবান মতামত দিন: