আর্জেন্টিনায় ২০ জন ফুটবলার করোনা আক্রান্ত
প্রকাশিত:
১৯ মে ২০২১ ১৮:৩৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:০৯

আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব রিভার প্লেটের আরও পাঁচ ফুটবলার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে। তাদের নিয়ে ক্লাবটিতে সব মিলিয়ে করোনা আক্রান্ত ফুটবলারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় এই ক্লাবটি করোনার হানায় এখন বিপর্যস্ত।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন করে লুকাস বেলট্রান, ফ্লাবিয়ান লন্ডোনো বেডোয়া, গঞ্জালো মনটিয়েল, লিওনার্দো পোনজিও ও অ্যালেক্স ভিগো করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৫ মে) আর্জেন্টিনার লিগ কাপে বোকা জুনিয়র্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সুপার ক্লাসিকোর আগে ১৫ ফুটবলার করোনা পজিটিভ ছিলেন। এই তথ্য নিশ্চিত করে ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে বোকা জুনিয়ার্স জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।
দক্ষিণ আমেরিকায় করোনা পরিস্থিতি খুব খারাপ হওয়ায় প্রতিটি ক্লাবে ৫০ ফুটবলারের অন্তর্ভুক্তির অনুমতি দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল।
রিভার প্লেটে বর্তমান ৩২ ফুটবলার সুস্থ আছেন, যার মধ্যে সাতজন আবার যুবদলের ফুটবলার।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
সম্পর্কিত বিষয়:
ফুটবল
আপনার মূল্যবান মতামত দিন: