প্রস্তুতি আল্লাহর ওপর ছেড়ে দিলাম : মুস্তাফিজ
প্রকাশিত:
১৯ মে ২০২১ ২৩:১৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৫৩

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ দল। ঈদের আগে পরে অনুশীলন মিলিয়ে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করে তুলেছেন ক্রিকেটাররা। সেই তুলনায় একটু পিছিয়ে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর সেখানে পাঁচ দিন ও দেশে এসে আরও ১২ দিন মিলিয়ে লম্বা সময় অনুশীলনের সুযোগ পাননি তারা। হোটেলে কোয়ারেন্টিনে থেকে টুকটাক কাজ করলে তা মাঠের লড়াইয়ের জন্য যতেষ্ট নয়, তাই তো প্রস্তুতির বিষয়টা পুরোপুরি আল্লাহর ওপর ছেড়ে দিলেন মুস্তাফিজ।
বুধবার (১৯ ম) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দীর্ঘক্ষণ ঘাম ঝরানো অনুশীলন শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন মুস্তাফিজ। এ সময় তিনি বলেন, ‘আইপিএল ও আমাদের দেশের রুম কোয়ারেন্টিন মিলে আমি শেষ ১৯ দিনে একদিন অনুশীলন ও একটা ম্যাচ খেলেছি। এখন জানি না... আমি আর সাকিব ভাই দুজনেই প্রায় একই রকম ছিলাম।’
দুবার করোনা নেগেটিভ হওয়ার পরও সরকারের কঠোর সিদ্ধান্তের কারণে কোয়ারেন্টিনে খুব একটা ছাড় পাননি সাকিব-মুস্তাফিজ। ১৪ দিনের বাধ্যবাধকতা থাকলেও পরবর্তীতে ১২ দিনে এসে মাঠে ফেরার অনুমতি দেয় সরকার। এতে করে সতীর্থদের মতো অনুশীলন করতে পারেনি তারা। গতকাল কোয়ারেন্টিন মুক্ত হয়েই অনুশীলনের জন্য মাঠে ছুটে যান, কিন্তু তাতেও বৃষ্টির বাধা।
এদিকে, হাতে আছে আর মাত্র দুই দিন। সব মিলিয়ে একটু হতাশার সুরেই মুস্তাফিজ বললেন, ‘কালকে তো আমরা অনুশীলন করতে পারিনি, আরও দুই দিন পাব। প্রস্তুতি আল্লাহর ওপর ছেড়ে দিলাম।’
দীর্ঘদিন পর বোলিং করে ছন্দ পেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে এই পেসার বলেন, ‘একটানা ১৯ দিন যদি কিছু না করি, রুমের ভেতর টুকটাক যা করা যায় সেগুলো ছাড়া… এরপর এসে প্রথম দিনই যদি অনেক কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি আস্ত আস্তে যেন ছন্দে ফিরতে পারি।’
সম্পর্কিত বিষয়:
করোনা
আপনার মূল্যবান মতামত দিন: