মুশফিক-মাহমুদউল্লাহর জুটির পর পথ হারালো বাংলাদেশ
প্রকাশিত:
২৫ মে ২০২১ ২২:২৩
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১০:৪৫

শ্রীলংকার বিরুদ্ধে ৫ম উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ৮৭ রান সংগ্রহের পর বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফেরার পর উইকেটে আসেন আফিফ হোসাইন। তবে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিককে।
৯ বলে দুই চারে ব্যক্তিগত ১০ রান করে বিদায় নেন আফিফ।
এরপর মাত্র ৬ রানের ব্যবধানে মিরাজও বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। মাত্র ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর কারণে বাংলাদেশ বড় সংগ্রহের স্বপ্নভঙ্গ করেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিদায় নিয়েছিলেন দলের দুই তারকা ব্যাটসম্যান তামিম ও সাকিব। দলীয় মাত্র ১৫ রানেই বিদায় নিয়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দেন তারা। এরপরই ক্রিজে আসেন মুশফিক।
এরপর দলীয় ৪৯ রানে বিদায় নেন লিটন দাস। ৪২ বল খেলে ব্যক্তিগত মাত্র ২৫ রান সংগ্রহ করে বিদায় নেন দলের এ উদ্বোধনী ব্যাটসম্যান।
এরপর ক্রিজে আসেন মিঠুনের পরিবর্তে খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। তিনিও এ ম্যাচে সুবিধা করতে পারেননি। দলীয় ৭৪ রানে ১২ বলে মাত্র ১০ রান করে পেরেরার বলে সাজঘরে ফেরেন।
এরপর ক্রিজে আসেন মুশফিকের ভায়েরা ভাই মাহমুদউল্লাহ। এর আগে বাংলাদেশকে অনেক ম্যাচে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন তারা। এ ম্যাচেও তারা ৮৭ রানের অনবদ্য জুটি গড়ে তুলেন। ৩৪ ওভারের তৃতীয় বলে দলীয় ১৬১ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯৫ রান। মুশফিক ৮৪ রান ও সাইফউদ্দিন ২ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এরপর ব্যাট করতে নামবেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
সম্পর্কিত বিষয়:
ক্রিকেট
আপনার মূল্যবান মতামত দিন: