অলিম্পিক নিয়ে এখনো সংশয়ে জাপান
প্রকাশিত:
২৬ মে ২০২১ ১৮:২৩
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৫২

আবার না পিছালে দুই মাসের মধ্যেই শুরু হবে টোকিও অলিম্পিক। কিন্তু জাপানের অনেক মানুষ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরকে এখনো মন থেকে মেনে নিতে প্রস্তুত নন। করোনা আতঙ্ক এখনো ছাড়েনি তাদের।
ফিনল্যান্ডের নাগরিক থেরেজ উইক টোকিও’র এক বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। তার মতে, ‘দেশের অর্থনীতির স্বার্থে আয়োজনটা হওয়া দরকার, তবে সবার নিরাপত্তাকে গুরুত্ব দিলে তা একেবারেই হওয়া উচিত নয়, বরং পরিকল্পনা বাতিল করা উচিত।’
টোকিওর এক পোষা প্রাণির দোকান মালিক নোবুয়াকি মোরিবে বলেন, ‘করোনাভাইরাস আরো কিছুদিন থাকবে, তাই মানুষের হাল ছেড়ে দেয়া উচিত নয়। আমি মানুষকে সক্রিয় এবং তাদের স্বপ্ন পূরণে সচেষ্ট দেখতে চাই।’
ডাবল-ডাচ রোপ জাম্পার কাই মনে করেন জাপানের মানুষ যখন করোনার চতুর্থ ঢেউয়ের আগমনের আশঙ্কায়, তখন এমন আয়োজনের খুব প্রয়োজন ছিল না।
টোকিও’র ইয়োয়োগি পার্কে প্র্যাকটিস করতে করতে তিনি বলেন, ‘আমার মনে হয় এখন অলিম্পিক আয়োজনের দরকার নেই। তবে তারা (আয়োজক কমিটি) যদি মানুষকে খুব উজ্জীবিত করতে পারে, সবার মনে আনন্দ ফিরিয়ে আনতে পারে, তাহলে তা হতে পারে।’
টোকিও’র ব্যাংক-কর্মী তাকাশি কিতাহারা মনে করেন জাপানের অধিকাংশ মানুষ এখনো করোনার টিকা পায়নি, সুতরাং এমন পরিস্থিতিতে চতুর্থ ঢেউকে আহ্বান জানানোর মতো পদক্ষেপের কোনো মানে হয় না, ‘এখানে কয়েক শতাংশ মানুষ টিকা পেয়েছে। তাই আমার মনে হয় এই পরিস্থিতিতে গেমস আয়োজন করার সিদ্ধান্ত খুবই বিপজ্জনক।’
৫৭ বছর বয়সি কেনিচি হোন্ডা অবশ্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অলিম্পিক গেমস আয়োজনের পক্ষে। তার মতে, ‘তারা (আয়োজক) বলছে, বেসবলে দর্শক থাকবে, সুমো কুস্তিতে দর্শক থাকবে-এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেয়া হবে। সেক্ষেত্রে তো মনে হয়, এমন আয়োজন করা যেতেই পারে।’
যোগ ব্যায়ামের ইন্সট্রাক্টর কাইকো ইয়ামামুরা বলেন, ‘এটা ঠিক অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের মাধ্যমে করোনার অন্য ভ্যারিয়েন্টগুলো চলে আসার ঝুঁকি রয়েছে। সেরকম হলে তো বিপজ্জনক। তবে ক্রীড়াবিদরা যে এ আয়োজনের জন্য দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন, তাদের কথা ভাবলে মনে হয়-চলো অলিম্পিকটা আয়োজন করে ফেলি।’
আয়োজক কমিটি আগেই জানিয়েছে, এক বছর পর শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিক দেখতে বিদেশি দর্শকরা যেতে পারবেন না। ৭৩ বছর বয়সি সাবেক চাকরিজীবী মিরেই সাকাই মনে করেন, ‘মহামারি সারাবিশ্বে যখন আতঙ্ক ছড়িয়ে চলেছে, তখন বিদেশি (ক্রীড়াবিদদের) এভাবে আমন্ত্রণ জানানো সত্যিই অবিশ্বাস্য।’
সুশি রেস্তোরাঁর মালিক তাকাশি ইওনেহানা বলেন, ‘অলিম্পিক আয়োজন না করার সিদ্ধান্ত নিলে জাপানের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তখন জাপান পস্তাবে। আমি মনে করি, আগামী দু’মাসে করোনা পরিস্থিতির উন্নতি হলে অলিম্পিকও হওয়া উচিত।’
সাচি ওহাশি জানালেন জাপানে এমন মানুষও আছে যারা ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক দেখেছিলেন। তারা সবাই জীবদ্দশায় দেশের মাটিতে দ্বিতীয় অলিম্পিক গেমস দেখার জন্য মুখিয়ে আছেন। সাচি জানালেন, তার ৯৭ বছর বয়সি শ্বশুরও জাপানে আবার অলিম্পিক দেখার জন্য উদগ্রীব।
সূত্র: ডয়েচে ভেলে।
সম্পর্কিত বিষয়:
অলিম্পিক
আপনার মূল্যবান মতামত দিন: