বার্বাডোজে আমির, শোয়েব খেলবেন গায়ানায়
প্রকাশিত:
২৬ মে ২০২১ ১৯:২৭
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১০:৪৫

প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অভিজ্ঞ এই পেসার। কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যায় তাকে। আসন্ন সিপিএলে দুইবারের শিরোপাজয়ী বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন তিনি। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।
আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে সিপিএলের এবারের আসর। নবম আসরের খেলা মাঠে গড়াবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। যেখানে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ না হলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি এই পেসারের।
এদিকে আমির ছাড়াও এবারের আসরে দেখা যাবে শোয়েব মালিককে। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এর আগে ২০১৯ মৌসুমে দলটির হয়ে খেলেছিলেন তিনি।
সম্পর্কিত বিষয়:
ক্রিকেট
আপনার মূল্যবান মতামত দিন: