বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


দেখে নিন সিপিএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড


প্রকাশিত:
২৯ মে ২০২১ ২২:৩৫

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৯:৫২

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ৬ দলের এই টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজিরা ইতোমধ্যে তাদের দল গুছিয়ে নিয়েছে।

তিন বছর পর জ্যামাইকা তালাওয়াজে ফিরেছেন বাংলাদেশে অলরাউন্ডার সাকিব আল হাসান। সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে ফিরেছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল।

এবারের সিপিএলে দেখা যাবে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাঠ মাতাবেন তিনি।

আগামী ২৮ আগস্ট শুরু হয়ে ১৯ সেপ্টেম্বরে পর্দা নামবে এই জমজমাট ক্যারিবীয় লিগের।

এক নজরে দেখে নিন সিপিএলের ছয় দলের স্কোয়াড

জ্যামাইকা তালাওয়াজ: সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, রভম্যান পাওয়েল, হায়দার আলি, চ্যাডউইক ওয়ালটন, ফিদেল এডওয়ার্ডস, কাইস আহমেদ, জেসন মোহাম্মদ, মিগুয়েল প্রিটোরিয়াস, কেনার লুইস, ইব্রাহিম জাদরান, ভেরাসামি পারমল, আভিজাই মানসিং, জশুয়া জেমস, কার্ক ম্যাকেঞ্জি এবং রায়ান পারসো।

ত্রিনবাগো নাইট রাইডার্স: কায়রন পোলার্ড, রবি রামপল, সুনিল নারিন, কলিন মুনরো, সন্দ্বীপ লামিচানে, ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমনস, খ্যারি পিয়েরে, ইসুরু উদানা, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, দিনেশ রামদিন, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন, জেডেন সিলস, লেওনার্দো হুলিয়ান ও আলি খান।

সেইন্ট লুসিয়া জুকস: ফাফ ডু প্লেসি, কেমো পল, ওয়াহাব রিয়াজ, ম্যাথু ওয়েড, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, উসমান কাদির, সামিত প্যাটেল, ওবেদ ম্যাকয়, রাহকিম কর্নওয়াল, মার্ক দেয়াল, রস্টোন চেজ, জাভেল গ্লেন, জেভর রয়্যাল, কাদিম অ্যালেন ও আলজারি জোসেফ।

সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস: ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, এভিন লুইস, ফাবিয়ান অ্যালেন, রসি ফন ডার ডুসেন, এনরিচ নর্টজে, শেরফান রাদারফোর্ড, শেলডন কটরেল, ভানিন্দু হাসারাঙ্গা, ডেভন থমাস, রায়াদ এমরিট, রহমানউল্লাহ গুরবাজ, কলিন আরকিবাল্ড, জন রাস জাগেসার, ডমিনিক ড্রেকস, জশুয়া ডা সিলভা এবং মিকাইল লুইস।

বার্বাডোজ ট্রাইডেন্টস: ক্রিস মরিস, জেসন হোল্ডার, থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, জনসন চার্লস, শাই হোপ, ওশান থমাস, কাইল মায়ার্স, হেইডেন ওয়ালশ জুনিয়র, আজম খান, রেয়মন রেইফার, জাস্টিন গ্রেভস, অ্যাশলে নার্স, শফিকউল্লাহ গাফারি, নিম ইয়ং, জশুয়া বিশপ এবং স্মিত প্যাটেল

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: নিকোলাস পুরান, শোয়েব মালিক, ইমরান তাহির, শিমরন হেটমায়ার, মোহাম্মদ হাফিজ, ব্রেন্ডন কিং, নবীন উল হক, রোমারিও শেফার্ড, ওয়াকার সালামখেইল, ওডেন স্মিথ, চন্দরপল হেমরাজ, নিয়াল স্মিথ, গুড়াকেশ মোটি, অ্যান্থনি ব্র্যাম্বল, কেভিন সিনক্লেয়ার ও অ্যাশমিড নেড।


সম্পর্কিত বিষয়:

টি-টোয়েন্টি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top