চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যারা
প্রকাশিত:
৩ জুন ২০২১ ১৬:৫৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:৫৫

শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।
এ ম্যাচকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নিজ দলের একাদশ জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চিলির বিপক্ষে এই ম্যাচে দুই আর্জেন্টাইনের অভিষেক হবে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। এ ছাড়া ড্র করেছে ১টি ম্যাচে। সবমিলিয়ে তাদের পয়েন্ট ১০। লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুয়ান ফয়েথ, লাওতারো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কোয়ারতা, লিওনেল মেসি, নাহুয়েল ক্রিস্টিয়ানো রোমেরো, লুকাস ওকাম্পোস, লেয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস তালিয়াফিকো।
সম্পর্কিত বিষয়:
ফুটবল
আপনার মূল্যবান মতামত দিন: