ইপিএলে মৌসুম সেরা কোচ-ফুটবলার হলেন যারা
প্রকাশিত:
৬ জুন ২০২১ ২২:০৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:০৮

দারুণ এক মৌসুম পার করায় এবার ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ হলো ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। ইপিএলের ২০২০-২১ মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন এই স্প্যানিশ। তার দলের ডিফেন্ডার রুবেন ডিয়াস হয়েছেন মৌসুমের সেরা ফুটবলার।
৬৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে গত মৌসুমে বেনফিকা থেকে সিটিতে যোগ দেন ডিয়াস। ইপিএলে নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেন ২৪ বছর বয়সী এই সেন্টারব্যাক। ম্যানসিটির সাফল্যে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইংল্যান্ডে নিজের অভিষেক মৌসুমে তিনি খেলেছেন ৫০টি ম্যাচ। জিতেছেন প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপ শিরোপা। চেলসির কাছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খোয়ালেও ইপিএলের বর্ষসেরা ফুটবলার হয়েছে ২৪ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার।
সবশেষ ২০০৭-০৮ মৌসুমে কোনো পর্তুগিজ ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছিলেন ইপিএলের সেরা ফুটবলারের খেতাব।
এদিকে গেলো চার মৌসুমে তৃতীয়বারের মতো মৌসুমের সেরা কোচ হয়েছেন পেপ গার্দিওলা।
সম্পর্কিত বিষয়:
ফুটবল
আপনার মূল্যবান মতামত দিন: