বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


নবিকে বোর্ড সদস্যপদ থেকে অব্যাহতি দিল এসিবি


প্রকাশিত:
২২ জুন ২০২১ ০৩:১৯

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১৪:১২

ফাইল ছবি

অভিজ্ঞ অল-রাউন্ডার মোহাম্মদ নবিকে সদস্য হিসেবে নির্বাচিত করে চমক দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই সঙ্গে খেলোয়াড় ও বোর্ড সদস্য হিসেবে থাকা রীতিমতো বিরাট ঘটনা। ১০ মাস ধরে নবি এই দুই দায়িত্ব পালন করে আসছিলেন। তবে এবার তাকে বোর্ড সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ৩৬ বছর বয়সী নবি। তবে তিনি সাদা বলে খেলা চালিয়ে যাচ্ছিলেন। এরপর গত আগস্টে নবিকে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল আফগান বোর্ড। আফগানিস্তান দলের আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে নবিকে বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানায় এসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, 'সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবিকে তার বোর্ড সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি আফগানিস্তানের আসন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিবেচনা করে নেওয়া হয়েছে। এর ফলে তিনি সবচেয়ে অভিজ্ঞ অল-রাউন্ডার হিসেবে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।'


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top