বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


রোনাল্ডোর বিশ্বরেকর্ড (ভিডিও)


প্রকাশিত:
২৪ জুন ২০২১ ১৬:৫৫

আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:১৩

ছবি-সংগৃহীত

মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সপ্তাহের শুরুতে জার্মানির বিপক্ষে গোল করার মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করেন রোনাল্ডো। বিশ্বকাপ এবং ইউরো মিলিয়ে ক্লোসার সমান ১৯ গোল হয়ে গেছে সিআর সেভেনের। আর সপ্তাহের শেষ দিকে গোল সংখ্যায় বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের ইতিহাস গড়া আলি দাইকে ছাড়িয়ে গেলেন তিনি।

সর্বকালের সেরা আন্তর্জাতিক গোলদাতা আলি দাই করেন ১০৯ গোল।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোসেরার লড়াইয়ে 'এফ' গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। যেখানে জোড়া গোল করেছেন রোনাল্ডো।

১০৭ আন্তর্জাতিক গোল নিয়ে মাঠে নামা রোনাল্ডো ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন।

কিন্তু কয়েক বছর পর ফরাসি দলে ফেরা রিয়াল মাদ্রিদের সেরা স্ট্রাইকার করিম বেনজেমার জোড়া গোলে ২-১ গোলে পিছিয়ে যায় পর্তুগাল।

৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। এর সঙ্গে গোল সংখ্যার বিশ্বরেকর্ড বুকে নাম ওঠান।

ছুঁয়ে ফেলেন ইরানি কিংবদন্তি আলি দাইয়ের গড়া সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (১০৯ গোল) রেকর্ড।


সম্পর্কিত বিষয়:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top