টি-২০ তে ডাবল সেঞ্চুরি করে সুবোধের বিশ্বরেকর্ড
প্রকাশিত:
১০ জুলাই ২০২১ ০০:৩৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:১৩

ডাবল সেঞ্চুরির ঐতিহাসিক রেকর্ড গড়ার পথে সুবোধ ভাটি। ছবি-সংগৃহীত
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ঐতিহাসিক রেকর্ড গড়েছেন সুবোধ ভাটি। তিনি ভারতের দিল্লি একাদশের হয়ে সিম্বার বিরুদ্ধে একটি ক্লাব ক্রিকেটের ম্যাচে এই রেকর্ড গড়েন। ১৭টি চার ও ১৭টি ছয়ের সাহায্যে মাত্র ৭৯ বলে ২০৫ রান করেন সুবোধ।
দিল্লি একাদশের হয়ে ওপেন করতে নেমেছিলেন সুবোধ। ক্লাব ক্রিকেটে দারুণ জনপ্রিয় এই অলরাউন্ডার। তার স্ট্রাইক রেট ২৫৯.৪৯। ভাল খেলেও দিল্লি দলে এখনও জায়গা পাননি এই ক্রিকেটার। তবে এই ইনিংস তার জন্য আইপিএলে তার দরজাও খুলে যেতে পারে।
সুবোধ যা রেকর্ড গড়েছেন তা আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলে কোনও ব্যাটসম্যানের নেই।
টি২০ আন্তর্জাতিকে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে অ্যারন ফিঞ্চের দখলে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন তিনি। আর আইপিএলে কোনও ইনিংসে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৭৫ রান করেছিলেন তিনি।
সম্পর্কিত বিষয়:
ক্রিকেট
আপনার মূল্যবান মতামত দিন: