বাবা, তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে প্যারিসের পথে মেসি
প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ০১:৪৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০২:১১

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিতে বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। স্পেন থেকে যাওয়ার পথে তার যাত্রা সঙ্গী হলেন বাবা, তিন সন্তান ও স্ত্রী। এখন থেকে প্যারিসে বসবাস শুরু করবেন আর্জেন্টাইন সুপারস্টার।
মঙ্গলবার (১০ আগষ্ট) বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে পরিবারসহ বার্সেলোনা বিমানবন্দরে উপস্থিত হন মেসি। সেখান থাকা ভক্ত সমার্থকদের বিদায় সুরে প্যারিসের উদ্দেশে রওনা হয়েছে মেসিকে বহনকারী বিশেষ ফ্লাইটটি।
বার্সেলোনায় নিজ বাসা থেকে বিমানবন্দর এসে কালো গাড়ি থেকে নামার পর বাবা জর্জ মেসি, স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জোর সঙ্গে তিন ছেলে থিয়াগো, মাতেয়ো ও সিরো ছিলেন তার সঙ্গে।
প্রসঙ্গত, আগামী দুই মৌসুমের জন্য পিএসজির সঙ্গে চুক্তি হচ্ছে মেসির। প্রতি মৌসুম ৩৫ মিলিয়ন ইউরো পাবেন লিওনেল মেসি।
সম্পর্কিত বিষয়:
লিওনেল মেসি
আপনার মূল্যবান মতামত দিন: