শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শন উইলিয়ামস?


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২১ ২০:৫৮

আপডেট:
২৬ আগস্ট ২০২১ ২২:০০

ছবি: সংগৃহীত

করোনা থেকে সুরক্ষায় আইসোলেশনে থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের কোনো সংস্করণেই খেলতে পারেননি জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস।

তার বদলে সিরিজে অধিনায়কত্ব করেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। এর পর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের দলে রাখা হয় উইলিয়ামসকে।

কিন্তু দলে ফেরার পর পরই ক্রিকেট থেকে বিরতি চাইছেন এই অলরাউন্ডার। চলতি ইউরোপ সফরের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত নিজেকে সরিয়ে নিতে চান তিনি।

প্রশ্ন উঠেছে— ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন শন উইলিয়ামস? কিন্তু কেন?

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, মূলত জৈব সুরক্ষা বলয়ের মানসিক ধকল ও জিম্বাবুয়ে ক্রিকেটের বর্তমান বাজে পরিস্থিতিতে হতাশ হয়ে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন উইলিয়ামস।

যদিও অনেকের মতে, আয়ারল্যান্ড সিরিজে ক্রেইগ আরভিনকে অধিনায়ক ঘোষণা করায় ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামস।

তবে ইএসপিএনক্রিকইনফোর খবর, নেতৃত্ব না পেয়ে উইলিয়ামস অখুশি নন। তবে কোচ লালচাঁদ রাজপুতের সময়ে জিম্বাবুয়ের পারফরম্যান্স নিয়ে দুর্ভাবনায় পড়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপেও জিম্বাবুয়ে খেলতে পারবে না বলেই একরকম নিশ্চিত। বিষয়টিতে চরম হতাশ হয়েছেন উইলিয়ামস।

প্রসঙ্গত, ২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর মাত্র ১৪টি টেস্ট খেলেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। তবে ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত তিনি। এত কম টেস্ট খেলেই ৪ সেঞ্চুরিতে ও ৪১.৩৬ গড়ে রান সংগ্রহ করেছেন ১০৩৪। বাঁহাতি স্পিনে উইকেট শিকার করেছেন ২১টি।

১৩৬ ওয়ানডে খেলে ৩৫.০২ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে রান ৩৯৫৮। উইকেট পেয়েছেন ৭২টি। ৪৭ টি-টোয়েন্টিতে ৬ ফিফটিতে রান ৯৪৫। গড় ২২.৫০, স্ট্রাইক রেট ১২৮.৩৯। উইকেট ৩২টি।

চার টেস্ট, দুই ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন শন উইলিয়ামস।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top