রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন অ্যান্ডি


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ২০:১৭

আপডেট:
৩০ আগস্ট ২০২১ ২০:২১

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগ দিতে চান বলে নিশ্চিত করেছেন ফ্লাওয়ার ভাইদের বড়জন।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের সহকারী কোচ, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংস, আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলস, দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ফ্লাওয়ার।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে- গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর নতুন কোচের সন্ধান শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান কোচ মিসবাহ উল হককে সরিয়ে বিদেশি কাউকে দেয়ার পরিকল্পনা ছিলো পিসিবির। সেক্ষেত্রে পাকিস্তানের কোচ হবার দৌঁড়ে সবার উপরে ছিলেন ফ্লাওয়ারই।

পিসিবির সম্ভাব্য সভাপতি রমিজ রাজার সঙ্গে মিসবাহর সম্পর্কটা মোটেই ভালো নয়। তাই এমনকি অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও ২০১৯ সালে দায়িত্ব নেয়া মিসবাহকে সরিয়ে দেয়া হতে পারে বলে ওই রিপোর্টে দাবী করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top