রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


নারী ক্রিকেটে স্কটল্যান্ডের বিশ্বরেকর্ড!


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২১ ১৯:১৪

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৪

মাত্র ৩ রানে পাঁচ উইকেট নেয়া মেগান ম্যাক্কয় : ছবি সংগৃহীত

একের পর এক রেকর্ড গড়েই চলেছে নারীরা। দুই দিন আগেই ফ্রান্সের বিপক্ষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয়ান অঞ্চলের কোয়ালিফায়ার ম্যাচে মাত্র ১৬ বলে জয় তুলে নিয়েছিল আয়ারল্যান্ড। এবার সেই নজিরকেও ছাপিয়ে গেল স্কটল্যান্ড। সেই ফ্রান্সের বিপক্ষেই স্কটিশ মেয়েরা জয় তুলে নেয় মাত্র ১৪ বলে।

এদিন টস জিতে ফ্রান্সের মেয়েদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। ১৭.৪ ওভারে ফ্রান্স মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায়। কাকতলীয় বিষয় হলো- এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও ওই ২৪ রানেই গুটিয়ে গিয়েছিল ফ্রান্সের ইনিংস।

এদিন ফ্রান্সের হয়ে সবথেকে বেশি ৮ রান করেন জেনিফার কিং। ইনিংসের একমাত্র বাউন্ডারিটিও মারেন তিনি। এছাড়া তারা ব্রিটন করেন ৪ রান। ফ্রান্সের এগারোজন ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ পাশাপাশি সাজিয়ে দিলে দাঁড়ায় ৪, ৮, ১, ১, ২, ০, ১, ০, ০, ১, ০। অতিরিক্ত হিসেবে আসে ৬ রান। অথচ ইনিংসের প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তোলে ফ্রান্স।

স্কটল্যান্ডের মেগান ম্যাককল ৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেনসহ ৩ রানের বিনিময়ে নেন ৫টি উইকেট। আবি ড্রুমন্ড নিয়েছেন ২টি উইকেট। ১টি উইকেট গেছে হ্যানা রেইনির ঝুলিতে। রান-আউট হন ফ্রান্সের দুই ব্যাটার।

ওই মামুলী লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড মাত্র ২.২ ওভারে, অর্থাৎ ১৪ বলেই খেলা শেষ করে। ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৫ রান তুলে নেয় স্কটিশ মেয়েরা। লেখে নতুন এক বিশ্বরেকর্ড।

দলের পক্ষে সারা ব্রাইস ৯ ও লরান জ্যাক ৮ রান করেন। দুই ইনিংস মিলিয়ে গোটা ম্যাচে মাত্র ৩টি চার ও ১টি ছক্কার দেখা মেলে। ছক্কাটি হাঁকান সারা ব্রাইস। ফ্রান্সের পক্ষে ২টি উইকেট নিয়েছেন মারিয়ে এমানুয়েল। তব ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ৫ উইকেট নেয়া মেগান ম্যাক্কয়।

আর এই জয়ে চার ম্যাচের চারটিতেই জয় নিয়ে কোয়ালিফায়ার শেষ করলো স্কটল্যান্ড। আর তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নাম লেখায় আয়ারল্যান্ড। অন্যদিকে, চারটিতেই হেরে যায় ফ্রান্স। জার্মানি একটি ম্যাচে এবং নেদারল্যান্ড জয় পায় দুটিতে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top