রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


সাকিবের সামনে ‘রাজা’ হওয়ার হাতছানি


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২১ ২২:২৪

আপডেট:
৩১ আগস্ট ২০২১ ২২:৪০

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ১০২টি। এ তালিকায় ১০৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ৬ উইকেট পেলেই এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার বনে যাবেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: ‘বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত হয়েছে

এছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হবেন বাংলাদেশি পোস্টার বয়। বর্তমানে সব ফরম্যাট মিলিয়ে তার রান ১২ হাজার ২১৫ রান এবং উইকেট সংখ্যা ৫৯৪টি। আশা করা হচ্ছে, এই সিরিজেই তিনি বিরল এই রেকর্ডের অধিকারী হবেন।

অন্যদিকে, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিসের আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যা ২৫ হাজার ৫৩৪ এবং উইকেট ৫৭৭টি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top