ম্যাচটি আমরাই জিততাম: মার্টিনেজ
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৭
আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২১ ২০:০৫

কোপা আমেরিকার প্রায় দুই মাস পর বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মাঠে নামে দুই দল। কোয়ারেন্টাইন বিতর্কে ম্যাচ মাঠে গড়ানোর ৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়। সাইডলাইনে চলে হাতাহাতি ও বাকবিতণ্ডা। একটা সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ছেড়ে উঠে যান। শেষ পর্যন্ত ম্যাচটি মাঝপথে বাতিল হয়ে যায়।
আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কাছে পুরো বিষয়টি এখনও পরিষ্কার নয়। কোনো রাখঢাক না রেখে মার্টিনেজ সরাসরিই বলে দিয়েছেন, ম্যাচটি জিততো আর্জেন্টিনাই।
তার মতে, ফুটবলে এমন কিছু আগে কখনও দেখা যায়নি। মার্টিনেজ বলেছেন, ‘গতকাল কী হলো তা আমরা বুঝতেই পারিনি। ফুটবল ইতিহাসে এমন কিছু আগে কখনও হয়নি। দক্ষিণ আমেরিকান পর্যায়ে বিষয়টি লজ্জার। আন্তর্জাতিক পর্যায়ের দুর্দান্ত একটি ম্যাচ ওসব কারণে স্থগিত হয়ে যাওয়া... এ বিষয়টা কখনোই বুঝতে পারব না।’
তার ভাষ্য, ‘ম্যাচটি খেলার জন্য তিনদিন ধরে ব্রাজিলে প্রস্তুতি নিয়েছি আমরা এবং সেটা মাঠে গড়ানোর ৫ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাওয়া তিক্ত অভিজ্ঞতা। জেতার জন্য আমাদের সবকিছুই ছিল এবং শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে... আমি জানি না কী হয়েছে, ম্যাচটা স্থগিত হলো এবং আমাদের ফিরে আসতে হয়েছে।’
পুরো ঘটনাটিকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। কেননা আমরা ম্যাচটি জিততে চলেছিলাম। আমরা আত্মবিশ্বাসী ছিলাম, দলও ভালো করছিলো। আমরা তখন কিছুই বুঝতে পারছিলাম না। আমরা আধঘণ্টা ধরে অপেক্ষা করেছি এটা বোঝার জন্য যে আদৌ খেলা হবে কি না। তো ৩০-৪০ মিনিট পর তারা জানালো, আমাদের চলে যেতে হবে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: