চমকে ভরা ইংল্যান্ডের বিশ্বকাপ দল!
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৯
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০১:২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্বমঞ্চে এ দলকে নেতৃত্ব দেবেন যথারীতি ইয়ন মরগান। তার স্কোয়াডে চমক হিসেবে আছেন টাইমাল মিলস। চার বছর পর মূল টিমে ফিরলেন তিনি। তবে দলে নেই বেন স্টোকস ও জোফরা আর্চার।
সবশেষ ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন মিলস। এরপর আড়ালেই ছিলেন। তবে সদ্য সমাপ্ত ঘরোয়া দ্য হান্ড্রেড টুর্নামেন্ট দিয়ে ইংলিশ নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। ইনজুরির কবলে পড়ে ছিটকে গেছেন পেসার আর্চার। তার জায়গায় খেলবেন মিলস।
আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক বিরতিতে আছেন স্টোকস। ফলে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই তিনি। এতে কপাল খুলেছে পেস অলরাউন্ডার ক্রিস ওকসের।
ইংল্যান্ড দল
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: