বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


বিশ্বকাপ স্কোয়াড নিয়ে শোয়েবের সমালোচনায় যা বললেন ওয়াসিম


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২১ ২২:২৭

আপডেট:
২০ মার্চ ২০২৫ ০৫:০২

ফাইল ছবি

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল পছন্দ হয়নি দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতারের।

মন স্কোয়াড ঘোষণা পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে এক হাত নিলেন শোয়েব।

পিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ স্পিডস্টারকে বলেন, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা দরকার। মোহাম্মদ ওয়াসিমকে আমি প্রধান নির্বাচক মনে করি না, তিনি পুতুল মাত্র।

এর পর নিজের পছন্দের স্কোয়াডের নামগুলো জানান শোয়েব।

পিটিভি স্পোর্টসকে এমন বক্তব্য দেওয়ার তিন দিন পর নিজের প্রতিক্রিয়া জানালেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

তিনি বলেন, শোয়েব আখতারের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। আমরা একসঙ্গে অনেকটা সময় পার করেছি। আগে আমাদের দুজনের মতামতে মিল থাকত, কিন্তু এখন একই বিষয়ে দুজনের মতামতে পার্থক্য দেখা যায়। আসলে ক্রিকেটার আর বিশ্লেষকের মধ্যে একটা পার্থক্য থাকে। তাদের প্রত্যেকের আলাদা দৃষ্টিকোণ থাকে। অন্যের মতামতকে আমি শ্রদ্ধা করি কিন্তু তারা যে সবসময় সঠিক হবে তা মনে করি না।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মোহাম্মদ ওয়াসিম, আমি মনে করি বিশ্বকাপের জন্য যতটা সম্ভব ভালো স্কোয়াড দিয়েছি। আশা করছি, বিশ্বকাপে পাক দল ভালো পারফরম্যান্স দেখাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমের কথা শুনে আমরা স্কোয়াড তৈরি করিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top