মধ্যরাতে পাঠানো ই-মেইল বার্তায় কী লিখেছিলেন কোহলি?
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৭
আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০৩:৪৪

ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ায় দুই দেশের ক্রিকেটাঙ্গনে এখন তুলকালাম চলছে। ইংলিশরা দাবি করছে, আইপিএল নির্বিঘ্ন করতেই এই টেস্ট বাতিল করেছে ভারত। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, দলের সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়েই কোহলিরা ম্যানচেস্টার টেস্ট খেলতে চাননি। ম্যাচের আগের দিন মধ্যরাতে বিসিসিআইকে একটা মেইল করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেই মেইল ঘিরেই ছড়াচ্ছে রহস্য।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার ডেভিড গাওয়ার সেই ইমেইলের বিষয়টি টেনে এনে বলেছেন, সেই মেইলের বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। তিনি বলেন, 'আমি সেদিন ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ম্যাচটি দেখতে গিয়েছিলাম। গিয়ে শুনি, খেলা হবে না। আমরা এর আগে অনেক ম্যাচ বাতিল হতে দেখেছি, সেটি নানা কারণে। কয়েকটি বল হয়ে যাওয়ার পরেও ম্যাচ বাতিল হতে দেখেছি। কিন্তু ম্যাচ শুরুর আগ দিয়ে শেষ মুহূর্তে তা বাতিল হতে কখনোই দেখিনি। কোহলি আগের দিন মধ্যরাতে বিসিসিআইকে একটা ইমেইল পাঠিয়েছিলেন। পুরো বিষয়টি আরো স্পষ্ট হওয়া দরকার।'
এর মধ্যেই ভারতীয় ক্রিকেটাররা সবাই আইপিএল খেলতে সংযুক্ত আমিরাতে চলে গেছেন। গাওয়ার মনে করেন, যদি আইপিএলের কারণে ম্যানচেস্টার টেস্টটি বাতিল হয়ে থাকে, তাহলে সেটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেন, 'আইপিএল যদি কারণ হয়ে থাকে, তাহলে সেটি তো খুবই দুঃখের। অনেকেই আমাকে প্রাচীনপন্থী বলতে পারেন, কিন্তু আমার কাছে ক্রিকেটে টেস্টই সেরা সংস্করণ। কোহলিও এমনটাই বিশ্বাস করে, বলে। তাই আইপিএলের কারণে যদি ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে থাকে, তাহলে সেটি খুবই দুঃখজনক।'
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: