মঙ্গলবার, ১৮ই মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র ১৪৩১


কাল আমিরাতে শুরু আইপিএল'র বাকি অংশ


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:০১

আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৬:২৬

ফাইল ছবি

দীর্ঘ সাড়ে চার মাসের বিরতির পর কাল ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র বাকি অংশ। এবার ভারতের পরিবর্তে খেলা হবে আরব আমিরাতে। প্রথম দিন মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

সমালোচনার ঝড় তুলে গত মে মাসে টুর্নামেন্টের মাঝ পথেই বন্ধ হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। ভারতে করোনা সংক্রমন বেড়ে যাওয়া এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। প্রায় সাড়ে চার মাস পর আবারো মাঠে গড়ানোর অপেক্ষায় টুর্নামেন্ট।

তবে ভারত নয়, ১৯ সেপ্টেম্বর-১৫ অক্টোবর আইপিএলের বাকি ৩১ ম্যাচ হচ্ছে আরব আমিরাতে। তিন ভেন্যুতে হবে খেলা। দুবাইয়ে ১৩, শারজায় ১০ আর আবু ধাবিতে হবে ৮ ম্যাচ। মরুর দেশের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স।

সাকিব, মোস্তাফিজের কারনেই আইপিএল নিয়ে বাড়তি আগ্রহ বাংলাদেশের। তবে এই দুজনই টুর্নামেন্টকে দেখছেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।

তবে টুর্নামন্টে অর্থের ঝনঝনানি কম নয়। যার প্রমান মিলে আইপিএল খেলতে ভারতীয় ক্রিকেটারদের ম্যানচেস্টার টেস্ট বাতিলের সিদ্ধান্ত। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটাঙ্গনেও। বিপুল অংকের ক্ষতি মোকাবিলায় টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর ছিল বিসিসিআই।

আরব আমিরাতে বেশ কিছু পরবর্তন আসছে টুর্নামেন্টে। এবার স্বাস্থ্যবিধি মেনে মাঠে বসে খেলার দেখার সুযোগ পাবেন দর্শকরা। আর ক্রিকেটারদের নিরাপত্তায় বাড়তি নজর আয়োজক কমিটির। গ্যালারিতে একবার বল গেলে তা আর ব্যবহার হবেনা। খেলতে হবে নতুন বল দিয়ে।

শুধু নিয়ম নয়, পরিবর্তন আসছে বেশ কিছু দলের স্কোয়াডেও। অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেনসহ সর্বাধিক পাঁচ ক্রিকেটার পরিবর্তন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। দলে নতুন মুখ ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামারারা।

মোস্তাফিজুরের দল রাজস্থান রয়্যালসে আগে থেকেই নেই বেন স্টোকস, জোফরা আর্চার। এবার নতুন করে যোগ হয়েছেন জশ বাটলারও। এদের অভাব পূরনে যোগ দিয়েছেন তাবরাইজ শামসি, এভিন লুইস ও গ্লেন ফিলপস।

ঝাই রিচার্ডসন ডেভিড মালাননা না খেলায় কপাল খুলেছে আদিল রশিদ ও এইডেন মার্করামের। খেলেবেন পাঞ্জাব কিংসের হয়ে। স্পিড স্টার প্যাট কামিন্সকে পাবেনা কলকাতা নাইট রাইডার্স। দিল্লিতে ক্রিস ওকস। হায়দরাবাদে জনি বেয়াস্টোও খেলছেননা। স্কোয়াডে কোন পরিবর্তন নেই মুম্বাই ইন্ডয়ান্সের।

আরব আমিরাতে খেলা বলেই অনেকেই বিশ্বকাপের সেরা প্রস্তুতি হিসেবে দেখছে আইপিএল। একদিন বিরতি দিয়ে ১৭ অক্টোবর থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top