মুক্তি পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘লাইভ দ্যা গেম’!
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২১ ০১:৪০
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৬:০২

আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুক্তি পেয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরের জন্য তৈরি করা অফিসিয়াল থিম সং ‘লাইভ দ্যা গেম’।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একযোগে প্রকাশ করা হয় গানটি।
গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে দেখা যাবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা।
সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন- তা-ই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে।
আপনার মূল্যবান মতামত দিন: