আবারও বিসিবি সভাপতি পাপন
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২১ ২২:০৩
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:২৪

পুনরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির বৈঠকে উপস্থিত এক পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘পুনরায় পাপন ভাই সভাপতি নির্বাচত হয়েছে। তার কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। দুপুর আড়াইটার দিকে বৈঠকে পাপন ভাইকে সভাপতি চূড়ান্ত করা হয়।’
৩০ সেপ্টেম্বর থেকে সভাপতির দায়িত্বে ছিলেন না পাপন। ৬ অক্টোবর নির্বাচন হয় বিসিবির পরিচালনা পর্ষদের। সেখানে এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। অনেকটা অনুমেয় ছিল পাপনের আবার মসনদে বসার বিষয়টি। শুধু আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় থাকতে হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী প্রথমবারের মতো বসেছে বোর্ড। সেখানেই পাপনকে নতুন বোর্ড সভাপতি ঘোষণা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: