দেশে ফিরছেন বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই বিপ্লব
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২১ ১৬:০৪
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:১৫

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই সদস্য হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্পিনার এখন ঢাকার পথে রয়েছেন।
বিসিবির মিডিয়া বিভাগ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ সেপ্টেম্বর রুবেল হোসেন ও আমিনুল ইসলামকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। রুবেলকে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। আর বিপ্লবকে দেশে পাঠানো হচ্ছে।
বিপ্লবকে না রাখা নিয়ে দলের সঙ্গে ওমানে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বিপ্লবকে এখন প্রয়োজন মনে হচ্ছে না। তাই তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’
আপনার মূল্যবান মতামত দিন: