দুই প্রস্তুতি ম্যাচ হারের পর হতাশা নিয়ে ওমানে টাইগাররা
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ২১:০১
আপডেট:
১৬ অক্টোবর ২০২১ ০১:১৬

টি-টুয়েন্টি বিশ্বকাপ মূলপর্বের খেলা শুরুর আগে আবুধাবিতে পাঁচ দিনের প্রস্তুতি পর্বে টানা দুই ম্যাচেই পরাজিত বাংলাদেশ দল। প্রথমে শ্রীলঙ্কার সাথে হারের পর আয়ারল্যান্ড এর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও ব্যাটে-বলে যৌথভাবেই আশানুরূপ পারফরম্যান্স দিতে ব্যর্থ টাইগাররা।
দুই প্রস্তুতি ম্যাচেই ব্যাটিংয়ে বড় টার্গেট তাড়া করতে গিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। তবে আয়ারল্যান্ড এর বিপক্ষে বোলিং ছিলো হতাশাজনক। আইপিএল থেকে ফিরে গত প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে যোগ দেন মোস্তাফিজ। উইকেট বিহীন ৪ ওভারে ইকোনমি ১০.০। তাছাড়া পেসার শরীফুল ও নাসুম আহমেদ এর বোলিংও ছিলো বেশ খরুচে। অফ স্পিনার মেহেদি হাসান কোনো উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৫ রান। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেয়া তাসকিন আহমেদ এর ব্যক্তিগত বোলিং পারফরম্যান্স ভাল হলেও দলের সামগ্রিক ফলাফলে খুশি নন কেউই।
বিশ্বকাপের আগে ইনজুরি নিয়ে ঝুঁকি এড়াতে এই ম্যাচে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আইপিএল নিয়ে এখনো ব্যস্ত সাকিব। তাই পুরো দল একত্র হলে মূলপর্বে ঘুরে দাড়ানোর আশা করছে টিম ম্যানেজমেন্ট।
১৭ই অক্টোবর মাসকাটে স্কটল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
সম্পর্কিত বিষয়:
বাংলাদেশ দল আয়ারল্যান্ড টাইগার মাহমুদউল্লাহ রিয়াদ তাসকিন আহমেদ নাসুম আহমেদ মেহেদি হাসান সাকিব
আপনার মূল্যবান মতামত দিন: