ক্রিকেটার মাইকেল স্লেটার গ্রেপ্তার
প্রকাশিত:
২১ অক্টোবর ২০২১ ০০:০১
আপডেট:
২১ অক্টোবর ২০২১ ০১:০০

পারিবারিক সহিংসতার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্লেটারকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুধবার সিডনি থেকে তাকে গ্রেপ্তার করে ম্যানলি পুলিশ। স্থানীয় থানায় রাখা হয়েছে তাকে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ নিশ্চিত করেছে, গত সপ্তাহে সহিংসতার ঘটনা ঘটে। আর বিস্তারিত কিছু বলেনি তারা। এখন পর্যন্ত কোনো অভিযোগপত্রও দায়ের করা হয়নি। স্লেটার জনসম্মুখে কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, গত মে মাসে করোনার বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্লেটার। ভারত থেকে অস্ট্রেলিয়া নাগরিকদের ফেরার ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা জারি হলে তিনি বলেন, মরিসনের হাত রক্তে ভেজা।
আপনার মূল্যবান মতামত দিন: