সাকিবপত্মী শিশিরকে মাশরাফির ভাইয়ের জবাব!
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ২৩:৩১
আপডেট:
৩১ অক্টোবর ২০২১ ০৩:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে ক্রিকেটাররা শুনছেন তীর্যক মন্তব্য। আর এর মধ্যে আগুনে ঘি ঢেলেছেন সাকিবপত্মী উম্মে আল হাসান শিশির।
শিশির তার ফেসবুক পোস্টের মাধ্যমে ২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে মাশরাফি-তামিমদের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
এবার শিশিরের স্ট্যাটাসের জবাব দিলেন মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা। কথা বলেছেন, শিশিরের ক্রিকেটজ্ঞান নিয়ে।
মুরসালিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে, কিন্তু নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।’ নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে স্ট্যাটাস না দিলেও মুরসালিন যে শিশিরকে নিয়েই কথাগুলো বলেছেন তা বোঝা কঠিন নয়।
আপনার মূল্যবান মতামত দিন: