মেসি-নেইমারের ছায়া ছাড়তে হবে এমবাপেকে!
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০১:২৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৪:৫৯

সময়ের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। বছর তিনেক আগে ব্যালন ডি’অরের সেরা উদীয়মান খেলোয়াড় থেকে ইতোমধ্যেই সময়ের সেরার তকমা লেগেছে তার গায়ে। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোদের উত্তরসূরিও ধরা হয় এমবাপেকে।
চার বছর আগে মোনাকো থেকে যোগ দিয়েছেন পিএসজিতে। এই সময় তিনি ক্লাবের হয়ে এক চ্যাম্পিয়ন্স লিগ আর জাতীয় দলের হয়ে এক ইউরো ছাড়া জিতেছেন সবই। তবে এমবাপেকে যদি পরের স্তরে উন্নীত করতে হয়, তাহলে ক্লাব বদলানো ছাড়া উপায় নেই বলে মনে করেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
এক সাক্ষাৎকারে ইব্রা বলেন, ‘এমবাপেকে আমি বেশ পছন্দ করি। তবে তার সমস্যাটা হচ্ছে, সে এখনো খুব বেশি স্বচ্ছন্দ চায়। তাকে এখানে পড়ে থাকলে হবে না। লড়াইয়ের স্বাদ নিতে হবে। এমন খেলোয়াড়দের মাঝে তাকে খেলতে হবে, যারা তাকে বলবে, সে ভালো খেলোয়াড় নয়, বরং আরও উন্নতি চাই তার।’ সেটা হলেই কেবল এমবাপে সফল হবেন বলে অভিমত ইব্রার।
আপনার মূল্যবান মতামত দিন: