বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২১ ০৭:০৩

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:১৮

ছবি-সংগৃহীত

১৮ বছর পর মালদ্বীপকে শনিবার শ্রীলঙ্কার চলমান চারজাতি ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে মারিও লেমসের শিষ্যরা।

কলম্বোর রেসকোর্স মাঠে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি জামাল বাহিনী। ম্যাচের ১২ মিনিটে অধিনায়কের গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ সময় আনমার্ক জামাল প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল পেয়ে যান। এরপর সেটি জালে জড়াতে ভুল করেননি। এটা ছিল জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। ৫৮ ম্যাচের মাথায় এসে গোলের দেখা পেলেন তিনি।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৩২ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার থেকে আসা বল জালে জড়ান আইসাম ইব্রাহিম। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

বিরতির পর লড়াই চলে সমান তালে। কখনো বাংলাদেশ, কখনো মালদ্বীপ আক্রমণে ওঠে। সুযোগ তৈরি করে। কিন্তু জালে জড়াতে পারছিল না।

ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পায় বাংলাদেশ। ৮৭ মিনিটের সময় বাংলাদেশের জুয়েল রানাকে বক্সের মধ্যে ফাউল করেন মালদ্বীপের নাইজ আলী। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে তপু বর্মন গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top