পাকিস্তান দলের নিরাপত্তায় থাকবে চট্টগ্রামের ৯০০ পুলিশ
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ১৩:৫৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৫৬

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল চট্টগ্রামে অবস্থানকালীন নিরাপত্তার দায়িত্বে থাকবেন নগর পুলিশের ৯০০ অফিসার ও ফোর্স, সেনাবাহিনী, র্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সমন্বয় সভা শেষে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জানা গেছে, আগামী ২৬ নভেম্বর নগরের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৩ নভেম্বর চট্টগ্রাম আসছে দুটি দল।
সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান ও উপ-কমিশনার (সদর) মো. আমির জাফরসহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল সংস্থার প্রতিনিধিরা।
আপনার মূল্যবান মতামত দিন: